প্রকাশিত: Thu, Nov 9, 2023 11:15 PM
আপডেট: Thu, Jul 3, 2025 4:32 PM

[১]বিএনপিকে ‘মাইনাস তারেক’ করে সমঝোতার ব্যর্থ চেষ্ঠা করছে সরকার: ১২ দলীয় জোট

আমিনুল ইসলাম: [২]  মিথ্যাচার করে ধরা খেয়ে সরকারের লেজে গোবরে অবস্থা। বিদেশী চাপ সামলাতে দিশেহারা অবস্থা সরকারের। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার স্বপ্ন পানসে হয়ে গেছে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সে নির্বাচন ছেলে খেলা গণ্য হবে। দেশে বিদেশে কারো কাছেই সে নির্বাচন গ্রহণযোগ্য বিবেচিত হবে না। তাই সরকার  বিএনপিকে ‘মাইনাস তারেক’ করে সমঝোতায় আসার চেষ্টা করেও ব্যর্থ  চেষ্ঠা করছে। তারা এখন চোখে সর্ষেফুল দেখছে।

[৩] ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে সামনে বিএনপি ঘোষিত দুই দিনের অবরোধের শেষ দিনে বিক্ষোভ মিছিলে একথা বলেন জোটের নেতারা।

[৪] বক্তারা বলেন, রাজনীতি করা যদি চরিত্রহীনতা হয় তাহলে শেখ হাসিনার আওয়ামী লীগ নির্লজ্জ বেহায়া ও চরিত্রহীনতার বিশ্ব চ্যাম্পিয়ন। ১৫ বছর ক্ষমতাসীন থেকেও জনগণের মন জয় করতে পারেনি। নির্বাচনে নিশ্চিত পরাজয় থেকে বাঁচার জন্য একের পর এক নোংরামি করে নিজেদের অস্তিত্ব রক্ষার উপায় খুঁজছে।  

[৫] তারা বলেন, সরকার দেশ ও জনগণের সেবা ও কল্যাণে মনোযোগ না দিয়ে সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি শেয়ার বাজার, বাজার সিন্ডিকেট এবং ব্যাংক লুটপাটকরে বিদেশে টাকা পাচার করেছে, বেগম পল্লী বানিয়েছে, ভবিষ্যতে দেশ ছেড়ে পালাতে হলে সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। সম্পাদনা: তারিক আল বান্না